আশরাফুল আলম মন্ডল:
গাজীপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাকমার্কা) রেজাউল করিম রাসেলের এক একটি পথসভা যেন এক একটি জনসভায় রূপান্তরিত হয়।
শনিবার সকাল থেকে স্বতন্ত্র প্রার্থী একটি পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়নে এ পথসভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গাজীপুর-১ আসনে নৌকা, স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টির সহ মোট সাতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে প্রচার প্রচারণায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থী মাঠে দেখা গেলও অন্যান্য প্রার্থীর পোস্টারও চোখে পড়েনি।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৬লাখ ৯৫ হাজার ৮শ ৫২জন।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম শনিবার সকালে পথ সভার ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক পথসভায় যোগ দিয়ে বলেন, নৌকার প্রার্থী ও সমর্থকরা ভোট চুরির ফন্দি খোঁজছেন। তারা জানেন জনগণ তাদেরকে ভোট দিবেন না এ ভয়ে এ পথ খুঁজছে।
সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া গাড়ি বিক্রি করেছেন তিনি। তাছাড়া নির্বাচনের হলফ নামায় সাততালা বাসা দ্বিতীয় তলা উল্লেখ করে কর ফাঁকি দিয়েছেন। মন্ত্রী ৮০ বছর বয়সেও মিথ্যা কথা ছাড়েননি।
স্বতন্ত প্রার্থী রেজাউল করিম রাসেল বলেন, নৌকার কর্মীরা ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকের ওপর হামলা, ভোটারদের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রী দীর্ঘদিন মন্ত্রী থাকা অবস্থায় এলাকার উন্নয়নের জন্য কিছুই করেন নাই, নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতির কোন বাস্তবায়ন করেন নাই।
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরে- ১ আসনের স্বতন্ত্র ট্রাক প্রতীক সমর্থিত পদপ্রার্থী রেজাউল করিম রাসেল ও গাজীপুর সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি পৌরসভাও নয়টি ইউনিয়নে এ পথসভা করেন।
অপরদিকে নৌকার প্রার্থীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সকাল থেকে গাজীপুর ১ আসনের বিভিন্ন ওয়ার্ড গ্রামগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।