গাজীপুরে মেহের আফরোজ চুমকি'কে গণসংবর্ধনা
: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি কে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলল শুভেচ্ছা জানিয়েছেন।
গাজীপুরের কালীগঞ্জে (২ মার্চ) শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন সরকার এর সভাপতিত্বে, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় আওয়ামী লীগ এক গণ-সংবর্ধনার আয়োজনে করেন। এ সময় মিছিলে মিছিলে কানায় কানায় পূর্ন হয়ে জনসমুদ্রে পরিনত হয় আয়োজন স্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা আসনে নির্বাচিত মেহের আফরোজ চুমকি এম'পি। এ সময় তিনি বলেন,দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন মেহের আফরোজ চুমকি এমপি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।