ছাতক-দোয়ারাবাসীর পরিবর্তনের প্রত্যাশা ৭ জানুয়ারী ভোটের মাধ্যমে পূরন হবে
সেলিম মাহবুব, ছাতক থেকেঃ
সুনামগঞ্জ জেলা আওয়ালীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, দলীয় মনোনয়ন বঞ্চিত
শামীম আহমদ চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচন সকল
মনোনয়ন প্রত্যাশীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এ নির্বাচনে খেলা হবে
আওয়ামীলীগ বনাম আওয়ামীলীগের। খালি পোষ্টে গোল করার আর সুযোগ নেই। লেভেল
প্লেয়িং ফিল্ড। ভোট ছাড়া অন্য কোন বিকল্প পথে নির্বাচনী বৈতরণী পাড়ি দেয়ার
কোন সুযোগ নেই।
ছাতক-দোয়ারাবাসীর পরিবর্তনের প্রত্যাশা আগামী ৭ জানুয়ারী
ভোটের মাধ্যমে পুরন হবে। ছাতক-দোয়ারার সর্বস্থরের মানুষের ইচ্ছেকে সম্মান
জানাতে তিনি ৩০ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র
প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিলের ঘোষনা দিয়ে তিনি বলেন, ৭ জানুয়ারীর
নির্বাচন ছাতক-দোয়ারার অবহেলিত মানুষের ভাগ্য বদলের নির্বাচন। এ নির্বাচনের
ফলাফল বঞ্চিত মানুষের অনুকুলে থাকবে ইনশাল্লাহ। তাই এখন থেকে নির্বাচনী
মাঠে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। একই সাথে তিনি
সকলের দেয়া ও আশির্বাদ প্রার্থনা করেছেন। বুধবার সন্ধ্যায় ছাতকে উপজেলা ও
পৌর আওয়ালীগের উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে
শামীম চৌধুরী এসব কথা বলেন।
দোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম
আহবায়ক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামশীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও
ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের
সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, গোবিন্দগঞ্জ কলেজের সাবেক ভিপি, জেলা আওয়ামীলীগ নেতা আওয়ালাদ আলী
রেজা, ইউপি চেয়ারম্যান, প্রভাষক জহিরুল ইসলাম, রোটারিয়ান আবুল হোসেন, ইউপি
চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর হাজি নাজিমুল
হক, জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদার।
বক্তব্য রাখেন,
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও
সুনামগঞ্জ জেলার দ্বায়িত্ব প্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, আওয়ামীলীগ
নেতা আলহাজ্ব আবুল হায়াত, পীর আমিনুল হক টুনু, সুন্দন আলী বুলবুল, আব্দুল
হক, অরুন দাস, নাজিম উদ্দিন, কবির আহমদ, আঃ হক, আনোয়ার হোসেন, নুর উদ্দিন,
মনর আলী, আব্দুল মমিন, হাজী জয়নাল আবেদীন, মাহতাব মিয়া, সামছুদ্দিন
মাষ্টার, সাবাজ উদ্দিন, হাবিবুর রহমান শেখচান, শফিকুল ইসলাম আর্মি, শফিকুল
ইসলাম রতন, মনর আলী, শামছুল ইসলাম খাঁ, সাবেক ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গির
আলম, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান আবুল কালাম মাষ্টার,
এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন, আফিক আলী, শাহিন মিয়া তালুকদার, লায়েক মিয়া
তালুকদার, সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া, সুদীপ দে, ফারুক মিয়া তালুকদার,
ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মছব্বির, ইউপি সদস্য আব্দুল জলিল
শামীম, আজাদ মিয়া, খছরু মিয়া, হাসান আহমদ, সাবেক সদস্য রায়হানুল ইসলাম
রবিন, আওয়ামীলীগ নেতা ফজল মিয়া, হোসেন মিয়া, লিটন ঘোষ, রাখাল পাল, নিশি
রঞ্জন দাস জন্টু, সিকন্দর আলী, প্রিয়োতোষ চন্ডীসহ আওয়ামীলীগ, সহযোগী
সংগঠনের নেতা-কর্মীরা। সভায় পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফিজ সাইফুল ইসলাম,
গীতা পাঠ করেন সাবেক ছাত্রনেতা প্রণয় কুমার আচার্য মুন্না।