গাজীপুরে আলহাজ্ব মোঃ সামসুদ্দিন সরকারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
শেখ রাজীব হাসান:
গাজীপুরের টঙ্গীতে মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের পিতা মরহুম আলহাজ্ব মোঃ সামসুদ্দিন সরকারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৫ই ডিসেম্বর শনিবার সন্ধায় সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ আজিজুল ইসলাম আজিজের কার্যালয়ে এবং টঙ্গী পশ্চিম থানা যুবলীগের নেতা মোঃ আক্তার সরকারের উদ্যোগে আঁধারের আলো ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোঃ সামসুদ্দিন সরকার গাজীপুর জেলা বাস,মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলহাজ্ব মোঃ সামসুদ্দিন সরকার সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি চান্দনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটারিয়ান আলহাজ্ব মোঃ সামসুদ্দিন সরকারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৫০ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ আজিজুল ইসলাম আজিজের পরিচালনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯ নংওয়ার্ড যুবলীগের নেতা আলহাজ্ব মোঃ কামাল দেওয়ান,রেজওয়ানুল হক অভি,আয়ান চৌধুরী জয়সহ স্থানীয় এলাকাবাসী ও এতিমখানা ও মাদ্রাসার ছাত্র ও শিক্ষকগণ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধার সন্তান আক্তার সরকারের পরিচালনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগের নেতা বিল্লাল হোসেন মোল্লা,মোঃ নুরুজ্জামান,আবদুল্লাহ আল নোমান,শেখ সোহেল,আবদুল জলিল,মিলন মৃধা,আমীর হামজা প্রমুখ।