কুষ্টিয়ার কুমারখালীতে বিনামূল্যে পেঁয়াজ ও পাট বীজ বিতরণ
ওয়াহিদুজ্জামান অর্ক:
কুষ্টিয়ার কুমারখালীতে খারাপ মৌসুমে প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং নাবী পাট বীজ ও ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪৯০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও ৫০ জন কৃষকের মাঝে নাবি পাট বিজ এবং উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ দত্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র জানায়,উপজেলার ১১টি ইউনিয়নের ৪৯০ জন কৃষককে পেঁয়াজের বীজ,
সার, বালাইনাশক,পলিথিন,সুতলি এবং পরিচর্যার জন্য চেকের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবং ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে নাবী পাট বীজ, সার প্রদান, বালাইনাশকসহ ফসল পরিচর্যার জন্য চেকের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এছাড়া উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে ২০ জনকে স্প্রে মেশিন প্রদান করা হয়েছে।