গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন
শেখ রাজীব হাসান,গাজীপুর:
করোনা ভাইরাসের গণ-টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় টিকাদান কর্মসূচী ভার্চুয়ালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পারভেজ হোসেনকে টিকাদানের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্বাধায়ক ডা: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডা: মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী-১ জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম সোহরাব হোসেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক,ডা: পারভেজ হোসেন,মজিবুর রহমান মোড়ল,আবু জাফর আহমেদ,এ কে এম পলাশ জলিল,লিটন উদ্দিন সরকার, হৃদ্যয় প্রমুখ। টিকা দান কর্মসূচির প্রথম দিন রোববার ৩০ জনকে টিকা দেয়া হয়।