কুষ্টিয়া কুমারখালীতে পূর্ব বিরোধের জেরে অপহরণ ও ধর্ষণের চেষ্টা আটক-৩
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়া কুমারখালীর পাহাড়পুর গ্রামে চলে আসা গন্ডগোলের সুত্র ধরে আবারো প্রতিপক্ষের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাড়ির মহিলাদেরকে বেধরক মারপিট করে ধর্ষণের অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনা সোমবার রাতের। জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত ৩০ মার্চ পাহাড়পুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মৃত চাঁদ আলীর ছেলে নেহেদ আলী (৬০ ) ও বকুল আলী (৫৫) নামে আপন দুই সহোদর খুন হন। সেই জোড়া হত্যাকে কেন্দ্র করে এলাকায় একে অপরে লুটপাট ভাংচুর ও উত্তেজনা চলে আসছিল।
সোমবার রাতে এক পক্ষের তথ্য অন্যপক্ষের নিকট আদান প্রদান করা সন্দেহে ছাদ ব্যাপরী সমর্থিত ৩০/৪০জনের সসস্র দল সংঘবদ্ধ বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী বিউটিকে মারপিট করে ।ফ্রিজ, টিভিসহ অন্যান্য মালামাল লুটপাট করে।এসময় তার বড় মেয়েকে বাঁশবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং ছোট মেয়েকে অপহরণ করে ছাদ ব্যাপরীর বাড়িতে লুকিয়ে রাখে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান,গোপন তথ্য আদান প্রদান করা সন্দেহে রবিউলের বাড়িতে ছাদ ব্যাপরীর সমর্থিত ৩০/৪০ জন হামলা চালিয়ে তার স্ত্রীকে পিটিয়ে আহত করে লুটপাট ও ভাংচুর করে।এসময় রবিউলের বড় মেয়েকে ধর্ষণের চেষ্টা করে এবং ছোট মেয়েকে অপহরণ করে। আমরা তাৎক্ষণিক মেয়েটিকে উদ্ধার করি। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।