সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার এক হেলপারের মর্মান্তিক মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক , ১৩ মে, ২০২০।। আজ সকালে সিরাজগঞ্জ কাচিকাটা মান্নান নগর সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তর পাড়ার আব্দুর রাজ্জাকের পুত্র আনিসুর ১৮ নিহত হয়েছে। দুই পরিবহন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার আনিছুর করুন মৃত্যু ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের কেবিন কেটে আনিসুর কে উদ্ধার করে।
ঘটনার বিবরনে জানা যায় অপর প্রান্তে ছুটে আসা তেলের লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় আনিসুর কেবিনে ভিতর পৃষ্ট হয়ে আটকে থাকে। প্রত্যক্ষ দর্শকরা জানায় আনিছুরের স্পট ডেট ঘটে ও গাড়ি চালক দৌলতপুর চিলমারী র মন্জুরুল
সড়ক দুর্ঘটনায় পরপর আহত হয়ে উল্লাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়া খাজানগরে হেলপার আনিছুরের লাশ এসে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় পতিত ট্রাকের মালিক একই এলাকার ট্রাক ব্যবসায়ী রেজাউল করিম ।