গাজীপুরের টঙ্গীতে ১২২ লিটার চোরাইমদসহ ১ ব্যক্তি আটক ।
খবরের সময় ডেস্ক
র্যাব-১,স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হইতেছে।উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি,গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজারস্থ নদীরপাড় গিয়াস উদ্দিন কাউন্সিলর এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।অভিযানকালে আসামী ১।মোঃ আবু সুফিয়ান সঞ্জিব(৪২)পিতা-মৃত শেখ মনির,মাতা-মৃত সুফিয়া বেগম,সাং-মির্জাপুর,থানা-আমিনপুর, জেলা-পাবনা,এ/পি-কামারপাড়া, রাজকণ্যা কমিউনিটি সেন্টারের পাশে (সুলতান এর বাড়ির ভাড়াটিয়া),থানা-তুরাগ,ডিএমপি, ঢাকা’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দখল হইতে সর্বমোট ৩০৫ বোতল=১২২ লিটার দেশীয় চোলাইমদ,নগদ ৮০০/-টাকা,০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের মূল্য অনুমান ৫০,০০০/- উদ্ধার করা হয়।ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ জিএমপি,গাজীপুর টঙ্গী পূর্ব থানা এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় তৈরী চোলাইমদের অবৈধ ভাবে ব্যবসা করিয়া আসিতেছিল।অবৈধভাবে মাদকদ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজেদের হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করিয়াছে।