জিএমপি‘র বাসন থানা পুলিশ ১৫০পিছ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে
রনি আহম্মদ
জিএমপি‘র বাসন থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে চান্দনা চৌরাস্তার এলাকা থেকে ১৫০পিছ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানা পুলিশ।আসামিরা হলেন(১) রাসেল (২৪) পিতা আক্তারুজ্জামান সাং আড়ংহাটি,থানা সদর,জেলা জামালপুর।
এ/পি সাং চান্দনা,বাসন গাজীপুর (২) আঃ মোতালেব বিপ্লব(৩৫) সাং গামারিয়া থানা দেওয়ানগঞ্জ,জামালপুর।এ/ পি সাং তেলিয়াপাড়া,বাসন,গাজীপুর (৩)মানিক মিয়া(২৭)পিতা বারেক মিয়া,সাং মনকান্দা,হালুয়াঘাট,ময়মনসিংহ।এ/পি সাং টেকনগপাড়া,বাসন,গাজীপুর।বাসন থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক এর নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম,সহকারী উপ পুলিশ-পরিদর্শক কামরুজ্জামান,সহকারী-উপ-পুলিশ পরিদর্শক,মতিয়ার সহকারী-উপ পুলিশ পরিদর্শক,শাহাদাৎ হোসেন ও সঙ্গীও ফোর্সসহ দীর্ঘ সময় অভিযান চালিয়ে সুকৌশলে মাদক কারবারীদের গ্রেফতার করেন।উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন।আসামিরা দীর্ঘদিন যাবত মাদকের সঙ্গে জড়িত।তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।তারা আসলে সঙ্গবদ্ধ মাদক কারবারী চক্র।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।বাসন থানার মামলা নং ৩৬(১) এর-১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারিখ ২৪/১২/২০২০ ইং।