পীরগঞ্জে বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগীতায় ১ম সুমাইয়া
মোস্তফা মিয়া ,পীরগঞ্জ(রংপুর) থেকে:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষন উপস্থাপন করে কৃতিত্ব অর্জন করেছে পীরগঞ্জের স্কুল ছাত্রী মারজিয়া আক্তার সুমাইয়া । গত ৭ মার্চ পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগীতায় প্রথম হয়েছে মারজিয়া আক্তার সুমাইয়া । প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারের কৃতিত্ব অর্জন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে ।
জানা গেছে,পীরগঞ্জ উপজেলা সদরস্থ পীরগঞ্জ কছিমন্নেছা বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া বেশ মেধাবী । বিগত ২০১৯ সনের জেএসসি পরীক্ষায় তার ফলাফল ছিল জিপিএ-৫ । তার বাবা গিয়াস উদ্দিন মন্ডল বঙ্গবন্ধু মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মাতা রোকেয়া বেগম একজন গৃহীনী । সুমাইয়া পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গাবুর আলীর ভাতিজি । সুমাইয়ার বাবা-মা মেয়েকে নিয়ে অনেকটাই গর্বিত । তারা মনে করেন সুমাইয়া সরকারের সহযোগীতা পেলে মেধা বিকাশে আরও এগিয়ে যেতে পারবে । এ জন্য তারা সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছেন ।