বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
বগুড় িজেলার সারিয়াকান্দি উপজেলাধীন দিঘলকান্দি হার্ড পয়েন্ট (প্রেম যমুনা ঘাট) যমুনা নদীর চর থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে সারিয়াকান্দির দিঘলকান্দি হার্ড পয়েন্ট (প্রেম যমুনা ঘাট) নামে পরিচিতি স্থান থেকে ২ কিলোমিটার পূর্ব দিকে দেলুয়াবাড়ী-ধনতলা যমুনা নদীর চর থেকে লাশ উদ্ধার কর হয়। রোববার সকাল ১১টার দিকে স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে খবর দেয়। তারপর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বিকেলে পোস্ট মর্টেমের জন্য বগুড়া শহীদ জিয় মেডিকেল কলেজ হাসপাহালে পাঠানো হয়। পুলিশের উপপরিদর্শক বাবর আলী জানানা, লাশের মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ উদ্ধারের সময় পড়নে ছিলো জিন্সের প্যান্ট ও গায়ে ছাইয়া কালালের টি শার্ট ছিলো। তার বয়স ২৩ থেকে ২৫ বছরের মত হবে।