আলমগীর কবীর,গাজীপুর থেকে:
সদ্য প্রয়াত সাংবাদিক ও গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন মুকুল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও সরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট)২০২৩ইং বাদ জোহর গাজীপুর পোষ্ট অফিস রোড হাবিবুল্লাহ স্বরনিতে গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে মিলাদ মাহফিলের ও সরণসভার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন গাজীপুর মুন্সিপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক খোরশেদ আলম নূরানী। এর আগে আমজাদ হোসেনের মাগফিরাত কামনায় ১০জন হাফেজ দিয়ে কোরআন খতম করানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান,সহ-সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সজীব,আমিনুল ইসলাম,দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজাহার,গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন আহাম্মদ,সিনিঃসহ-সভাপতি আক্তার হোসেন দিপু,সহ সভাপতি, আলমগীর কবীর,সহ সভাপতি জাহিদ বকুল, সহ-সাধারণ সম্পাদক মুসা খান রানাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা বলেন,আমজাদ হোসেন একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি সবসময় সাংবাদিকদের খোঁজ খবর রাখতেন।আমজাদ হোসেন মুকুল সদা হাসি-খুশি ও ভালো মনের মানুষ ছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি।
সাংবাদিক আমজাদ হোসেন মুকুল ডায়বেটিস সহ নানান রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক একুশে সংবাদ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।প্রয়াত আমজাদ হোসেন মুকুল এর স্মৃতিচারণে মুজিবুর রহমান,সাবেক সভাপতি,গাজীপুর প্রেসক্লাব বলেন, আমজাদ হোসেন মুকুল ভাই,আমার বয়সে এবং শিক্ষাজীবনেও সিনিয়র ছিলেন, তার সঙ্গে অনেক স্মৃতিময় অধ্যায় রয়েছে এই অল্প সময়ে বলে শেষ করা যাবে না। সর্বপ্রিয় মানুষ হিসেবে তার তুলনা হয় না। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আল্লাহ্ বেহেশত নসীব করুন।
সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন দিপু বলেন,১৯৯০ সালের ছাত্র আন্দোলনে আমজাদ হোসেন মুকুল ছিলেন,সম্মুখ সারির নেতৃত্বদানকারী,গাছা বোর্ডবাজার এলাকার মন্ডলবাড়ীর কৃতি সন্তান,আমার বন্ধুবর আমজাদ হোসেন মুকুল ছিলেন,সদালাপী,রুচিশীল সাদা মনের মানুষ,আমার ছোটকালের ঘনিষ্ঠ বন্ধু। অকালে একজন ভাল সাংবাদিক বন্ধুকে হারালাম আল্লাহ্ তার বেহেশত নসীব করুন।
সাংবাদিকদের মাঝে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আলমগীর কবীর, দৈনিক প্রথম কথা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিনিধি ও সহ সভাপতি,গাজীপুর জেলা প্রেসক্লাব।
আমিনুল ইসলাম,দেশরুপান্তর পত্রিকার,জেলা প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক,গাজীপুর প্রেসক্লাব,শাহিন সাধারণ সম্পাদক,গাজীপুর জেলা প্রেসক্লাব।
উল্লেখ, আমজাদ হোসেন মুকুল গত ২ আগস্ট ২০২৩ ইং তারিখ সকাল১১.০০টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে সাইনবোর্ডস্থ নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি সাংবাদিকতা শুরু করে একাধারে ৩০ বছর এ পেশায় সক্রিয় ছিলেন। পেশাগত জীবনে বিভিন্ন গনমাধ্যমে কাজ করেছেন।
মৃত্যুকালে আমজাদ হোসেন মুকুল স্ত্রী,দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।