আলমগীর কবীর:
গাজীপুর মহানগরের বোর্ড বাজারস্থ ঢাকা-ময়মনসিংহ মহানড়কের পাশে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) গেট বন্ধ করে দিয়ে ভেতরে আন্দোলন করছে অর্ধশতাধিক বিদেশী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রোববার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে গেটে অবস্থান করে আন্দোলন শুরু করে।
আন্দোলনের কারণে এদিন অনাবাসিক দেশীয় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে সাড়ে ১০টার দিকে গেট খুলে দেওয়া হয়।
আন্দোলনরত অবস্থায় বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়। তারা কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। তারা প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং গেট খুলে দেয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তবুও পাস করিয়ে দেওয়ার দাবি করেছেন। এছাড়া তারা আবাসিক সুবিধা, ছুটিকালীন পকেট খচরসহ বিভিন্ন দাবি তুলেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিদেশি শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করেও চাকরির নিশ্চয়তা, আবাসিক হোটেলে তাদের কক্ষে এসি, ওয়াশিং মেশিন লাগানো ও অভ্যন্তরীণ একটি পরীক্ষা বাতিলসহ নানা বিষয় দাবি করছেন। তবে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হচ্ছে, শীঘ্রই সমাধান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস নাহিদ বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো নিয়ে ভিসি মহোদয়ের সঙ্গে বৈঠকে আলোচনা হবে। আশা করি সমস্যাগুলো সেখানে সমাধান হয়ে যাবে।
উল্লেখ্য,ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিচালিত হয়।