বিডিইউতে অফিস ব্যবস্থাপনা ও সু-শাসন অর্জনে করনীয় শীর্ষক প্রশিক্ষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অফিস ব্যবস্থাপনা ও সু-শাসন অর্জনে করনীয় শীর্ষক প্রশিক্ষণ ০২ মার্চ ২০২৪ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ০৫ টায় শেষ হয়েছে।
অনুষ্ঠানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান,আইওটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সামছুদ্দীন আহমেদ-সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান জনাব এম আমিনুর।
--