সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৩৫ সময়
পীরগঞ্জে এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার
মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:
রংপুরের পীরগঞ্জ উপজেলা ১২নং মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামের জাকারিয়া হোসের পুত্র আদম চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, গত শনিবার (৮ জুন) রাত ১০ ঘটিকার সময় জোব্বার মন্ডল এর পুত্র রঞ্জু ও ফজলুর পুকুর থেকে একদিন পর লাশ উদ্ধার হয়েছে । সন্তান হারা বাবা জাকারিয়া অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে রঞ্জু ও ফজলুর পুকুরের পাশে সন্তানের জুতা দেখতে পায়, তাতক্ষনিক আদমের মাকে জুতা দেখেই মা চিৎকার দিলে আদমের বড়আব্বা সহ গ্রামের আশেপাশে লোকজন চারিদিকে টর্চ লাইট নিয়ে দেখাদেখি করলে হঠাৎ পুকুরে দেখতে পায় আদম এর লাশ পানিতে ভাসছে । তা দেখে জাকারিয়ার বড় ভাই সহ অনেকে পীরগঞ্জ থানায় জানালে অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দেয়, তার পরে ওসি ঘটনা স্থলে এসে দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে । উদ্ধারকৃত লাশ পীরগঞ্জ থানায় নিয়ে যাওয়ার পরে এলাকাবাসি মোকছেদর বাড়ী ও পুলিশ কে ইটের টুকরা দিয়ে আর্ক্রমন করলে পুলিশ এলাকা নিয়ন্ত্রণ করতে ৪টি রাবার বুলেট নিক্ষেপ করে এলাকা নিয়ন্ত্রণে আনে । এলাকা নিয়ন্ত্রণ করতে দের শতাধীক পুলিশ মোতায়েম করেন, রবিবার (৯ জুন), দুপুরে আবারো অই বাড়ী ও পুলিশের উপর ইট পাথরের টুকরা দিয়ে অই বাড়ির উপর হামলা করলে
পুলিশ আবারো ১০টি রাবার বুলেট নিক্ষেপ করার পর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠে, দুইদিনে ১৪টি রাবার বুলেট নিক্ষেপ করেন ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ জুন) থেকে বাচ্চাটি হারিয়ে গেছে, বাবা মা পাগলের মত খোঁজাখুঁজি করছের, সন্তান হারা বাবা মা রংপুরের বিভিন্ন স্থানে ফকিরের বাড়ী বাড়ী গিয়ে বুঝ (ফকিরালী) করেন, সবশেষে মিঠাপুকুর উপজেলার তেঁতলা ফরিদপুর গ্রামের এক বিখ্যাত ফকির চন্ডি দাসের কাছে গেলে তিনি বলেন, বাবা তোমার বাচ্চা আছে আসে পাশে, তোর বাচ্চা পাবি, মৃত্যু হক বা জীবিত হক পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন চন্ডী দাস ফকির, তোর বাচ্চাকে ছোট একটি জায়গায় বেঁধে রেখেছে । এলাকাবাসি আরো বলেন মোকছেদ আলীর পরিবার এর আগেও একটি পূর্বের আলোচিত তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তারের হত্যা মামলার আসামী এখনো মামলা চলমান আছে । সন্ধ্যা ৬ ঘটিকার সময় এলাকাবাসি ও পুলিশ উপস্থিত থেকে আদমের জানাযার নামাজ শেষ করে পারিবারিক কবরস্থানে তার দাফনের কাজ সম্পূর্ণ হয়েছে ।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম বলেন, আমরা মৃত ফয়েজ উদ্দিন এর পুত্র মোকছেদ হোসেনের স্ত্রী শিল্পী বেগম কে অটক করেছি, আমরা তদন্ত সাপেক্ষ সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহন করবো এবং প্রকৃতি আরো যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের কেও আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে, অপরাধী যত বড় শক্তিশালী হক না কেনো আমরা তাকে গ্রেফতার করবো । তিনি আরো বলেন, এলোপাতাড়ি ভাবে ইটের টুকরা দিয়ে আত্রুমন করলে আমার পুলিশরা অনেকে আহত হয়েছে । এই ধারণের ঘটনা যদি আর না ঘটে সে-বিষয়ে আমরা পদক্ষেপ নিবো, এই শিশুটি সাথে যা ঘটেছে তা খুবই দুঃখজনক ।