গাজীপুরে তিতাস গ্যাসের বিশেষ অভিযান পরিচালিত,বকেয়া পরিশোধে গ্রাহকের হিড়িক
আলমগীর কবীর:
মঙ্গলবার ১১জানুয়ারী২০২২ইং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের একাধিক এলাকায় বকেয়া বিল আদায়,অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ নানা অভিযোগের বিপরীতে তিতাস গ্যাস কতৃপক্ষের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে । মহানগরের বোর্ডবাজারস্থ কলমেশ্বর মেম্বারবাড়ী এলাকার বাড়িতে বাড়িতে তিতাস গ্যাস কতৃপক্ষের আভিযানিক টিম অভিযান পরিচালনা করেন । তিতাস গ্যাস কতৃপক্ষের নির্দেশনানুযায়ী বাড়িতে বাড়িতে বিল বই চেক করে তাৎক্ষণিক বকেয়া বিল পরিশোধের তাগিদ দিলে অশংখ্য গ্রাহক বিল পরিশোধ করেন ।অপরদিকে অবৈধ সংযোগকারীদের লাইন কর্তন করেন এবং অনুমোদিত বার্নারের অতিরিক্ত বার্নার ব্যবহারকারীদের সংযোগও কর্তন করা হয় ।

গাজীপুর অফিস জবিঅ ব্যবস্থাপক, প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, বোর্ডবাজারের কলেমশ্বর এলাকার ১.৫ কিলোমিটারের মধ্যে আনুমানিক ২০০টি বাড়িতে অভিযান পরিচালনা করে ৪০০টি দ্বিমুখী অবৈধ চুলা ও ৫৫০ মিটার পাইপ লাইন উত্তোলন করা হয় । একজন গ্রাহকের সংযোগ RC and DC সহ ২৯ জন গ্রাহকের নিকট থেকে মোট ১৬,৪৩,৯৮৮/=টাকা বকেয়ার মধ্যে তাৎক্ষণিক ১৩ লক্ষ ৭৫ হাজার ৮শত ২৬ টাকা বকেয় আদায় করা হয় । তিনি আরও জানান,হেড অফিসের নির্দেশ মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে ।যেসব গ্রাহক বকেয়া বিল পরিশোধে র্ব্যথ হয়েছে এবং এখনো বকেয়া বিল পরিশোধ করছেন না,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।গাজীপুরে প্রায় ২৯ হাজার গ্রাহক আছেন পর্যায়ক্রমে সব এলাকায় অভিযান পরিচালনা করা হবে ।
মির্জা শাহনেওয়াজ লতিফ,প্রকৌশলী-উপ ব্যবস্থাপক জবিঅ তিতাস গ্যাস গাজীপুর অফিস বলেন,গ্রাহক সেবার মান উন্নয়নে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি । সন্মানীত গ্রাহকগণ নিয়মিত বিল পরিশোধ করলে সরকারী কোষাগার যেমন সুদৃঢ় হবে পাশাপাশি গ্রাহক সেবার মান আরও বাড়বে । আমরা দায়িত্ব পালন করছি গ্রাহকদের সুবির্ধাথে । কোন গ্রাহকের মনে কষ্ঠ দেওয়ার জন্য নয় । আমরা আশা করি গ্রাহকগণ নিয়মিত বিল পরিশোধ করবেন এবং সরকারী সম্পদের অপচয় রোধ করবেন ।