শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, রাত ৩:৩৭ সময়
গাইবান্ধায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতেগ ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে বুধবার থেকে গাইবান্ধা জেলা শহরের ৫টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম সহ পৌর কর্মকর্তা বৃন্দ।
৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যনত্ম ১৯ দিন (শুক্রবার ও ছুটির দিন ব্যতিত) প্রতিদিন ৪০০ জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। যেসব এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হবে পৌরসভার ৩নং ওয়ার্ডের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকা, ৯নং ওয়ার্ডের পূর্বকোমরনই মিতালি বাজার কুঠিপাড়া, ১নং ওয়ার্ডের ডাকঘর অফিস সংলগ্ন এলাকা, ৩নং ওয়ার্ডের সাদুল্যাপুর রোডের খানকাশরীফ বাজার ও ৬ নং ওয়ার্ডের ভিএইড মসজিদ সংলগ্ন মোড়। টিসিবির পণ্যর মধ্যে রয়েছে চিনি এক কেজি, মসুর ডাল দুই কেজি, ছোলা এক কেজি ও ভোজ্য তেল দুই লিটার।