বাংলাদেশ থেকে মার্ক জাকারবার্গকে আইনি নোটিশ দিয়েছে সাংবাদিক,শিক্ষক ও আইনজীবি সমাজ
খবরের সময় ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার রোধ এবং এ দেশে ফেসবুকের কার্যক্রম নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক,শিক্ষক ও আইনজীবীসহ চারজনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান ব্যারিস্টার তাপস কান্তি বল।
জানা গেছে, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ছাড়াও বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান,তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে নোটিশ গ্রহীতাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।