দুর্ভোগের শেষ কোথায় ? ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট,যাত্রীরা চরম বিপাকে
বৃষ্টিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। মঙ্গলবার (১ জুন)২০২১ইং এক টানা ঘন্টাব্যাপী বৃষ্টির কারণে মহাসড়কের ভোগড়া বাইপাস,চৌধুরী বাড়ি, চান্দনা চৌরাস্তা, স্টেশন রোড, তারগাছ, চেরাগআলীসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।বি আরটি প্রকল্পের রাস্তা উন্নয়নের কাজ ধীরগতি ও ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারে না । মহাসড়কের উভয় পাশে দোকান মার্কেটের পজিশন রাস্তা থেকে বেশি উচু,সেটাও একটা কারন হতে পারে । জমাটবাধা পানির কারনে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের উভয় পাশে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেন সচল নেই। বালি,মাটি ও পলিথিনে ভরাট হয়ে গেছে। এছাড়া চান্দনা চৌরাস্তা মোড়ে পশ্চিম-দক্ষিণ পাশে জমে থাকা বৃষ্টির পানি ধীর গতিতে নামার কারণে পানিতে তলিয়ে যায় পুরো রাস্তা। ফলে যানবাহন ও মানুষজন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।এতে করে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় । অফিসগামী মানুষগুলো পড়ে যায় বিপাকে। বিপাকে পড়া মানুষগুলোর মধ্যে কেউ কেউ বলতে শোনা যায়, শুষ্ক মৌসমে ধুলোবালিতে আমরা নাকাল হয়ে পড়ি আবার বর্ষা মৌসমে হাঁটু থেকে কোমড় পানিতে জনজীবন অতিষ্ঠ । আর কত বছর কষ্ঠ করলে এ দুর্ভোগ লাঘব হবে ?
দুর্ভোগের কারন সম্পর্কে প্রশ্ন করলে,গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.সাইফুদ্দিন জানান,সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে ও পানি নিষ্কাশনে কাজ চলছে । সাময়িক অসুবিধার জন্য আমরা দু:খিত ।