দীর্ঘদিন পর রংপুরে মেট্রোপলিটন সিটি সার্ভিসের উদ্বোধন করলেন,রসিক মেয়র
শাহ্ মোহাম্মদ রায়হান বারী,রংপুর থেকে:
দীর্ঘদিন পর রংপুরে মেট্রোপলিটন সিটি সার্ভিসের উদ্বোধন করলেন রসিক মেয়র । রংপুরে যানজট ও জনদুর্ভোগ নিরসনে মেট্রোপলিটন সিটি সার্ভিস উদ্বোধন ।দুপুরে নগরীর ব্যাংক মোড়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মাত্র ৭০ টাকায় ৬ টি মেট্রোপলিটন সিটি সার্ভিস (লেগুনা) ১৫ মিনিট পর পর রংপুর ব্যাংক মোড় থেকে লালমনিরহাটের কালিগঞ্জ তুষভান্ডার বাজর পর্যন্ত চলাচল করবে।এই সার্ভিসের ফলে দীর্ঘদিনের দূর্ভোগ পোহানো মানুষগুলো এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে ।রংপুর থেকে লালমনিরহাট যাতায়াত সহজলোভ্য হওয়ার ফেলে চাকুরীজিবীরা অফিস আদালত সহজেই করতে পারবে এবং ব্যবসা বানিজ্যেরও প্রসার ঘটবে ।বিভাগীয় শহরের সাথে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় অত্র এলাকার মানুষ আনন্দিত ।সিটি সার্ভিস চালু হওয়ায় অল্প সময়ে দুই জেলার মানুষের যাতায়াতে সময় কমে আসবে।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র টিটু,হারাধন রায়,তরুসহ বঙ্গবন্ধু ছাএ ফেডারেশন সভাপতি মিজানুর রহমান মির্জা,বাজাজ সিটিং সার্ভিসের উপদেষ্টা মানিক মিয়া টিকিট চেকার-মোঃ রাকিবুল ইসলাম রাকু,দুলাল দুলু মিয়া প্রমুখ ।