পীরগঞ্জে স্পিকার ড.শিরীন শারমীন মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ট সূর্য সন্তান
মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর)
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬(পীরগঞ্জ) আসনের এমপি ড.শিরিন শারমিন বলেছেন,মুক্তিযোদ্ধারা জাতীর সৃষ্ট সুর্য সন্তান।তাদের কারনে আমরা বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি । মুক্তিযোদ্ধাদের কোন লোভ লালসা ছিল না । তারা দেশ ও জাতীর প্রয়োজনে নিজের পরিবারের প্রিয় মানুষ গুলোকে রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন । তাই তারা আমাদের গর্বিত সন্তান । তাদের কারনেই আজ আমরা বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়িয়েছি ।
শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে স্পিকার এ কথা বলেন ।
পীরগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি নুরুল আমিন রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোধা রাণী রায়,পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,আবু নাসের চৌধুরী, শিপন হাসদা, আফজাল হোসেন, মোজাফ্ফর হোসেন প্রমুখ । সভায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র,উপজেলা আ’লীগের নের্তৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট প্রদান করা হয় ।