যারা নৌকা করে তারা রাজাকারের বাচ্চা’ অডিও রের্কড
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক রোশন আলী মাষ্টারের ফোনালাপ ফাঁসে এ তথ্য পাওয়া যায় ।যে দলে টাকার বিনিময়ে সব কিছু পাওয়া যায়,সেই দল করে লাভ কি ?
‘যারা নৌকা করে তারা রাজাকারের বাচ্চা, কি করবেন রাজনীতি করে? যে দেশে টাকা দিলে নমিনেশন হয়, যে দেশে টাকায় মন্ত্রীত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম কু-কুকাম শেষ হয়’। কুমিল্লার দেবীদ্বার উপজেলা বিএনপি নেতার সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের এমন একটি ফোনালাপ ফাঁসের পর ফুঁসে উঠতে শুরু করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গন।
সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে এক মিনিট ৪০ সেকেন্ডের ওই ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সঙ্গে সঙ্গে কুমিল্লা উত্তর জেলার ৮টি উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনে সমালোচনার ঝড় উঠে। কেউবা ফেসবুক লাইভে এসে তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন, কেউবা আওয়ামী লীগ থেকে রোশন আলী মাস্টারকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন।
এদিকে বিএনপি নেতার সঙ্গে আওয়ামী লীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করা কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের কুশপুত্তলিকা দাহ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। মঙ্গলবার রাতে কুমিল্লার দেবিদ্বার স্কয়ার হাসপাতাল সামনে থেকে একটি প্রতিবাদ ও মশাল মিছিল বের করা হয়।
পরে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে গিয়ে কুমিল্লা উত্তর জেলা রোশন আলী মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তার ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়।