সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫:৫৭ সময়
জাল টাকাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে জিএমপি'র গাছা থানা পুলিশ
বশির আলম:
গাজীপুরের গাছা এলাকায় প্রায় ৫ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে গাছা থানা পুলিশ।
গতকাল সোমবার (২০ মে)২০২৪ইং রাতে উত্তর খাইলকুর বটতলা মোড় জিনির ছয়তলা বাড়ির চারতলা ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাল নোটসহ মো.শিবলু ও মো. রাকিবুল হাসান নামে দুজনকে আটক করা হয়। এসময়ে তাদের কাছ থেকে ৪ লক্ষ ৯২ হাজার টাকার জাল নোটের ৫০০ এবং ১০০০ টাকার নোটের বান্ডিল জব্দ করা হয়।
গাছা থানার উপ-পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মো. ইব্রাহিম খান জানান,গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ দুজনকে আটক করা হয়। আসামীদের আটকের পর গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার অপরাধ( দক্ষিণ) ইব্রাহিম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার দুপুর সাড়ে ২ টায় এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর ইসলাম, পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান,গাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান,এসআই আরাফাত হোসেন,সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা ।