মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১ টি কলেজের অধ্যক্ষ ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ, অনিয়ম, ও নিয়োগ বাণিজ্যোর বিরুদ্ধে মানববন্ধন , বিক্ষোভ মিছিল ও রংপুর - ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাবিলপুর ইউনিয়নের বেণী মাধবসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ পারুল আক্তার পারভিন ও আব্দুল্যাপুর জান মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিউল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত, স্কুলের জমির ফসল , সরকারি বরাদ্দের হিসাব , ৪ টি পদের নিয়োগ বাবদ অধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল সহকারে রংপুর - ঢাকা মহাসড়ক ৪ ঘন্টা ব্যাপী অবরোধ করে শ্লোগান দিতে থাকে।
ফলে শত শত যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে থাকলে , সেনাবাহিনী ঘটনা স্থলে গিয়ে আটকে পড়া যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।
একই ভাবে গাংজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহকারে পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট স্বারক লিপি দিয়েছেন। ঐ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থাকার পরেও ক্ষমতার দাপটে তৌহিদুল ইসলাম কম্পিউটার শিক্ষক পদ হতে সকল নিয়ম নীতি উপেক্ষা করে প্রধান শিক্ষক পদে নিজেই নিয়োগ নেন , নেই তার বি এ বি এড সার্টিফিকেট , এবং পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক পদে তার মামা রুহুল আমিন কে গোপনে নিয়োগ দেন। ৮/১০ বছর পার হলেও রুহুল আমিন স্কুলে একদিনও উপস্থিত না হয়ে নিয়মিত বেতন ভাতা গ্রহন করেছেন।
ভেন্ডাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম,পান বাজার ডি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, মাদারগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাইজিদ এবং মাদারগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ তাজুল ইসলাম শামিম এর বিরুদ্ধে অর্থ আত্মসাত,নিয়োগ বাণিজ্য, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কয়েক টি মামলা হয়েছে।
ঐ কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন আন্দোলন কারিনা প্রধান শিক্ষকের পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।