ছবি,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহানুর ইসলাম সৌরভ
রংপুুর ব্যুরো
রংপুর মহানগরীর কামাল কাছনা গুঞ্জন মোড়ে এমপি রাঙ্গা সাহেবের মেয়ে মালিহা তাসলিম জুঁইর গাড়ির সঙ্গে অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় গত ৭ই জুন,২০২০রাতে রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহানুর ইসলাম সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের কাছে ঘটনাটি শুনে ফেসবুক লাইভে তা পরিবেশন করার সময় এ ঘটনা ঘটে।
ঘটনার লাইভ শেষ করার কিছুক্ষন পরে একদল সন্ত্রাসী ছাত্রনেতা শাহজাহানুর ইসলাম সৌরভ এর উপর অতর্কিত হামলা করে।
যখনই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র বের করে। তখন ছাত্রনেতা সৌরভ নিজের জীবন বাচানোর তাগিদে ১৫ নং ওয়ার্ড এর গার্ড এর ডিউটি রুমে প্রবেশ করেন। সে সময় সন্ত্রাসী বাহিনী দরজায় জোরে ধাক্কা আর লাথি মেরে খুলে ফেলে অতপর সৌরভ ওয়াশ রুমে ঢুকে এবং জীবন বাচানোর জন্য, ওয়াশ রুমের ভেন্টিলেটর দিয়ে ৩ তলায় লাফ দেয়।
এ ঘটনায় সৌরভ পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান। পরে সাধারণ জনগণ ও পুলিশ এসে তাকে উদ্ধার করে। রংপুর মেডিকেলের ৩ তালায় ৩১নং ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে এ বিষয়ে এখন পযন্ত কোনো মামলা দায়ের হয়নি।