খবরের সময়.কম পরিবারের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা
রনি আহমদ:
খবরের সময় ডট কম(www.khoborersomoy.com) পরিবারের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যারা মহান বিজয় এনেছিলেন,তাদের সকলের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ।
মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির আঁচড়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে সাজিয়ে তোলার পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানাবেন মন্ত্রী পরিষদ সদস্য,কূটনৈতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির আঁচড়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে সাজিয়ে তোলার পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।