রংপুরে যথাযোগ্য মযার্দায় বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী পালিত
রংপুর ব্যুরো
যথাযোগ্য মযার্দা, উৎসাহ-উদ্দীপনায় রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত । দিবসের সকালে রংপুর রংপুর জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ্য অর্পণ করে বিভাগীয় প্রশাসন, সিটি কপোর্রেশন, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া রংপুর সেনানিবাসসহ জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় দিবটি পলিত ।