মুন্সীগঞ্জের গজারিয়া মহাসড়কে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার-২
নিজস্ব প্রতিবেদক:
আগের তুলনায় সম্প্রতিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,গজারিয়া উপজেলার বালুয়াকান্দি পশ্চিম পাড়া মহল্লার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ওরফে ফারদিন (২৩), সে বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্র দলের অর্থ বিষয়ক সম্পাদক। অপর ছিনতাইকারী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক (৩২)। সে ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।
ঈদের দিন সোমবার বালুয়াকান্দি ও চেঙ্গাকান্দি গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা এবং ছিনতাই করা টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এর আগে গেল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ঢাকা এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ এবং বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।