গাজীপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জন সচেতনতামুলক কর্মসূচী ও মাস্ক বিতরণ ।
আশিকুর রহমান, গাজীপুর থেকে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ এবং ক্ষণিকা বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহ:পতিবার ২৩/৭/২০২০ইং গাজীপুর চৌরাস্তায় বিনামূল্যে মাস্ক বিতরণ এবং করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাগণ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাক মেধাবী শিক্ষার্থী এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় পরিবহন শ্রমিক, যাত্রী এবং পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং লিফলেট বিতরণ করা হয়।