সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৪:৩৩ সময়
গাজীপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স সম্পন্ন
শনিবার (১৮জুন)২০২২ গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেসির আয়োজনে,পুলিশ ম্যাজেস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা দায়রা জজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজেস্ট্রেসি শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের স্ব-স্ব দায়িত্ব পালনে অনেক সময় অনাভীৎপ্রিয় ঘটনার সৃষ্টি হয়। উল্লেখিত সমস্যাগুলো যেমন- সমনজারি, গ্রেফতারী, পরোয়ানা জরি সাক্ষী উপস্থিতকরণ, আদালত চত্বরে বিচারকের নিরাপত্তা, সময়মতো মেডিকেল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন, ডিএনএ রির্পোট প্রাপ্তি, মামলা দ্রুত নিষ্পত্তি, জব্দকৃত আলামত নিষ্পত্তি, ৫৪ ধারা মোতাবেক গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা ও আবশ্যকীয় বিষয়াবলীর সুচারু রুপে পরিচলানর স্বার্থে এ মিটিংয়ের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জিএমপি'র ডিসি ক্রাইম(উত্তর) জাকির হাসান, ডিসি ক্রাইম( দক্ষিণ) মোহাম্মাদ ইলতুৎ মিশ, পিবিআই'র পুলিশ সুপার মোঃ মাকসুদের রহমান, সিআইডি'র রিয়াজুল হক, জিএমপি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। পুলিশ ম্যাজেস্ট্রেসি কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাস্পাতালের পরিচালক ও সিভিল সার্জনের প্রতিনিধিবৃন্দ। গাজীপুর জেলার বিজ্ঞ পিপি, গাজীপুর আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি ও সাধারণ সম্পাদক, কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও বিজ্ঞ বিচারকবৃন্দ সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব মোঃ কায়সারুল ইসলাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গাজীপুর।