কুষ্টিয়ায় স্বামী-স্ত্রীর বিবাদের ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে জখম
ওয়াহিদুজ্জামান অর্ক,কুষ্টিয়া থেকে:
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন খাজানগর ব্যপারী পাড়ার দামু শেখ এর পুত্র জয়নাল সাধু ও তার বড় ছেলে কে উপূর্যপুরি ধারালো হাসুয়ার আঘাতে আহত করেছে প্রতিবেশী শমশের এর তিন পুত্র আমিনুর আসানুর, মিজানুর ।আহত জয়নাল ও তার বড় পুত্র মরণাপন্ন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরন জানা গেছে আসানুর তার বউ কে যাস্তি মত মারপিট করতে থাকলে বাচার তাগিদে জয়নালের বাড়ি গিয়ে আশ্রয় নেয়। জয়নাল মারার জন্য নিষেধ করলে সাহানুর জয়নালের উপর চড়াও হয় ,ঘরের ভিতরে থাকা জয়নালের বড় ছেলে মিলন এগিয়ে এলে আমিনুর ও আসানুর চড়াও হয় ধারালো হাসুয়া নিয়ে।ভাইকে হাসুয়ার আঘাত থেকে বাচাতে এগিয়ে এলে বোন শিল্পীকে ও কুপায়। গ্রাম বাসীর মতে বড় ভাইয়ের ইন্ধন আছে এ সন্ত্রাসী হামলায়।মরণাপন্ন জয়নাল সাধুর পুত্র মিলন এর জন্য জরুরী ভিত্তিতে দুই ব্যাগ ও পজেটিভ রক্তের প্রয়োজন। কুষ্টিয়া সদর হাসপাতালে সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সন্ধ্যায় মিলনের অবস্থা অবনতি হলে দ্বায়িত্ব রত ডাক্তার তাকে বাচাতে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেছেন। পি আই ডি সি পুলিশ ফাড়ির দায়িত্ব রত আইসি জানন সদর থানার ওসি মহোদয়ের নির্দেশ পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে প্রাথমিক তদন্ত করেছি। মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী নিরীহ জয়নাল সাধু র পরিবারের উপর এমন হটাৎ হামলায় হতভম্ব।