নেদারল্যান্ডের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটির প্রতিনিধি দল BARI পরিদর্শন করেছWageningen Food and Biobased Research (WFBR), Wageningen University and Research, Netherlands-এর (দুই) সদস্যের একটি প্রতিনিধি দল আজ (রোববার, ২৭ আগস্ট, ২০২৩) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) পরিদর্শন করেছে।
বিএআরআই পরিচালক (গবেষণা) ড. মোআবদুল্লাহ ইউসুফ আখন্দ প্রতিনিধিদলের ইনস্টিটিউটে আগমনের সময় স্বাগত জানান। এরপর বিএআরআই মহাপরিচালকের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে পরিচালক (গবেষণা) ড. মোআবদুল্লাহ ইউসুফ আখন্দ বিএআরআই-এর কার্যক্রম ও অর্জন সম্পর্কে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পরিচালক (তৈলবীজ গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দ শস্য গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিকল্পনা ও মূল্যায়ন শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রশিদ আহমদ, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মতিয়ার রহমান, এইচআরসি-এর ফল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মোমনির হোসেন, বিজ্ঞানী, কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সমন্বয় করেন ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান।
পরে প্রতিনিধি দল কীটনাশক বিশ্লেষণী পরীক্ষাগার, উদ্ভিদ রোগ নির্ণয় পরীক্ষাগার, ফসলোত্তর প্রযুক্তি পরীক্ষাগার, ফল গবেষণা খামার পরিদর্শন করেন এবং তাদের মতামত ব্যক্ত করে সন্তুষ্টি প্রকাশ করেন।