গাইবান্ধায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস,সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ
গাইবান্ধা থেকে,তানিন আফরিন:
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ-স্থাপনা ধ্বংস, সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ- লুটপাটের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
বৃহস্পতিবার শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু, সম্পাদকমণ্ডলীর সদস্য মিতা হাসান প্রমুখ।
বক্তারা বলেন রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা শেখ হাসিনার বাবার টাকায় হয় নাই, এগুলো জনগণের টাকায় করা হয়েছে। একটা গোষ্ঠী ছাত্রদের জীবনের বিনিময়ে অর্জিত বিজয় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহবান জানান ।