গাজীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২১ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে স্বর্নিভর হতে ডিজিটাল বাংলাদেশ গড়ার কোন বিকল্প নেই । সমগ্র বাংলাদেশের প্রত্যান্তাঞ্চলে ডিজিটাল সেবার আওতায় মানুষ এখন সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে ।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) অঞ্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক জনাব এস. এম. তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এস এম তরিকুল ইসলাম,জেলা প্রশাসক গাজীপুর বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রপকার। যার সময় উপযোগী সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সব ধরনের সুযাগ সুবিধা পাচ্ছে মানুষ । বেকারত্ব কমতে শুরু করেছে । ডিজিটাল বাংলাদেশের ফলে আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পাচ্ছি ।আমরা বহুবিধ সুফল পেতে শুরু করেছি । আগামীতে আমরা আরও বেশি এগিয়ে যাব ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন(জিএমপি)'র উপ পুলিশ কমিশনার জাকির হাসান, জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সানোয়ার হোসেন।