গাইবান্ধায় আসামীর ছবি তোলায় নারী সাংবাদিককে শ্লীলতাহানি,থানায় মামলা
তানিন আফরিন,গাইবান্ধা থেকে :
গাইবান্ধায় ডেভিলহান্টে গ্রেফতার আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিক তানিন আফরিন লাকীর শ্লীলতাহানির ঘটনায় ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামিরা হলো- সুদীপ্ত সরকার, রবিউল ইসলাম ব্যাংকার, সিদ্দিকুর রহমান ও ফরিদ মিয়া।
মামলা সুত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া কলেজের অধ্যক্ষ ও ফুলছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকনকে গত ৭ মার্চ ২০২৫ইং ডিভিলহান্টের আসামি হিসেবে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ওইদিন বিকেলে আদালতে নিয়ে আসা হলে দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার তানিন আফরিন লাকী ছবি তুলতে যান।
এসময় রাশেদুজ্জামান রোকনের ছেলে সুদীপ্ত সরকারসহ দুর্বৃত্তরা সাংবাদিক লাকীর ওপর চড়াও হয়। তারা ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট ও তার শ্লীলনতাহানি করে। এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সাংবাদিক তানিন আফরিন লাকী ওই রাতেই গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেন। এই অভিযোগটি সদর থানায় মঙ্গলবার মামলা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। যার নং ১৬ তারিখ ১১/৩/২০২৫ইং
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার মামলা দায়ের কথা স্বীকার করে বলেছেন, মামলার কাগজটি ফুলছড়ি থানায় পাঠানো হয়েছে।