তানিন আফরিন,গাইবান্ধা থেকেশনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, রাত ১২:৪ সময়0127
ছবি,সংগৃহীত
তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার মুলহোতা পাঁচজনসহ ৩৭ জন পরীক্ষার্থীকে আটক করেছে র্যাব-১৩। ডিভাইস সাপ্লাইয়ের মুলহোতারা হলেন, মারুফ,মুন্না, সোহেল,নজরুল ও সোহাগ। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে গাইবান্ধা র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে রংপুর র্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম এসব তথ্য সাংবাদিকদে জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অসৎ উপায় অবলম্বন করে গাইবান্ধা জেলা শহরে বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীরা অংশ গ্রহন করছে। বিষয়টি জানতে পেয়ে র্যাব সদস্যরা পরিক্ষার শুরুর আগেই থেকেই সন্দেহ জনক কেন্দ্র গুলোতে অবস্থান নেন। পরে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্রের সামনে ও ভিতর থেকে অভিযান চালিয়ে এ অপরাধ মুলক কাজের মুলহোতা ৫ জন সহ ৩৭ জনকে আটক করেন তারা ।
আটককৃতদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ২৪টি মাস্টার কার্ড, ২০টি ব্লুটুথ, ১৭টি মোবাইল, ব্যাংক চেক ও স্টাম্প পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃতরা জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ত থাকা স্বীকার করছেন। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ে করে নিকটতম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।