সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:২৯ সময়
গাইবান্ধায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
গাইবান্ধা থেকে,তানিন আফরিন :
ব্যাংকিং কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা,পণ্য পরিবহন ও বিপনন এবং নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গাইবান্ধার ব্যবসায়ীরা। শনিবার বিকেলে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ এসব দাবি জানান।
গণঅভ্যুত্থানে বিজয়ী ছাত্র-জনতা এবং অনত্মর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক পরিসি'তিতে জেলার ব্যবসায়ীরা চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় আছেন।
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস'ার সহ-সভাপতি মো. আব্দুর রশিদ। চেম্বারের সহ-সভাপতি খান মো. সাঈদ হোসেন জসিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেম্বার পরিচালক নওশের আলম, সামিউল হুদা সুমেল, সাহিদাৎ দোহা চৌধুরী, আব্দুর সবুর সরকার, ইমরান কবীর শামীম, আলী কাওছার সরকার বাবুল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কতিপয় দৃষ্কৃতকারী ছাত্র-জনতার এই আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। তাদের কারণে ব্যবসায়ীরা নিরাপদ বোধ করছেন না। ব্যবসায়ীরা দেশের চালিকা শক্তি। তাই ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনায় ছাত্র সমাজ ও প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।