নাহিদ-মুরসালিনের পরিবারের পাশে দাঁড়াবে সরকার: শিক্ষামন্ত্রী
রাজধানীর নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নাহিদ ও মুরসালিন নামে যে দুজন নিহত হয়েছেন সরকার তাদের পরিবারের পাশে দাঁড়াবে। এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এতবড় সংঘাত? এজন্য মূলত দায়ী তৃতীয় পক্ষ। যে দুজন নিহত হয়েছেন তাদের কেউই সংঘর্ষে জড়িত ছিলেন না। তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।
তিনি বলেন,আমরা যখন তাদের দেখতে গেছি তখনই কিছুটা সহযোগিতা করেছি। তাদের পরিবারকে আরও সহযোগিতা করা হবে।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের বিষয়ে দীপু মনি বলেন,অন্যদেশের চেয়ে আমাদের দেশের উচ্চশিক্ষার মান তেমন খারাপ নয়। এর মধ্যে বিশ্ব র্যাকিংয়ে মান ধরে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উদাহারণ হিসেবে তিনি বলেন,বুয়েট বিশ্ব র্যাকিংয়ে এক লাফে অনেক দূর এগিয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে।
মন্ত্রী আরও বলেন,আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। আমরা র্যাকিং নিয়ে আগে বেশি মনোযোগী ছিলাম না। এখন মনোযোগী হয়েছি। আশাকরি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বর্যাকিংয়ে অনেক ভালো করবে।