গাজীপুর মহানগরের গাজীপুরা থেকে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ
রফিকুল ইসলাম,গাজীপুর:
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকার সেটার্ন গার্মেন্টস এর সামনে থেকে অভিযান পরিচালনা করে ৬ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত (২৩ জুলাই) ২টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার গ্রেফতারকৃতরা হলো ১.গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাখাই গ্রামের শহীদুল শেখের ছেলে সাগর শেখ (২৪) ২.গাজীপুর মহানগরের গাছা থানা কুনিয়া মধ্যপাড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে, রতন(২০) ৩.চাঁদপুর জেলার চাঁদপুর থানার দাশ পাড়া গ্রামের সজল দাসের ছেলে শান্ত দাস (১৯ ) ৪.গাজীপুর মহানগরের গাছা থানার চান্দুরা গ্রামের মৃত মিজানের ছেলে হাশেম (২৩) ৫.গাজীপুর মহা নগরী র গাছা থানার চান্দুরা গ্রামের নূর মোহাম্মদের ছেলে শ্যামল আহমেদ( ২১) ৬.লালমনিরহাট জেলার লালমনিরহাট থানার বড় বাড়ি শিবগ্রামের হামিদুরের ছেলে শাহিন( ২০)
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র সহ লুন্ঠিত ৪৭,০০০ টাকা সহ বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
২৪ জুলাই দুপুর ১২:০০ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ মাহফুজ উজ্জামান (অপরাধ দক্ষিণ)এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরো বলেন, সিসি টিভি ফটেজ পর্যালোচনা করে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতিতে সরাসরি অংশ গ্রহণ কারি ৬ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই।