ছবি; নোবেল প্রাপ্ত ড.ইউনূস
:
বুধবার (৭ আগস্ট)২০২৪ইং আপিল ট্রাইবুনালের শুনানী শেষে নোবেল জয়ী ড. ইউনূসকে দেওয়া ৬ মাসের সাজা অবশেষে বাতিল করল শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছিল।
শ্রম আপিল ট্রাইব্যুনাল আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলাটি চলার মতো কোনো উপাদান না থাকায় আদালত মামলাটি বাতিল করে দিয়েছেন।