গাইবান্ধায় জমি জমা সংক্রান্ত জেরে থানায় মামলা : দ্রুত দোষীদের বিচারের দাবী
গাইবান্ধায় জমি জমা সংক্রান্ত জেরে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় দ্রুত তদন্তপূর্বক দোষীদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
মামলা সূত্রে জানা যায় বিগত ৯ জুলাই সন্ধ্যা ৭টায় গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের দৌলতপুর মৌজার বিষ্ণপুর গ্রামে জমিজমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষ ফিরু মিয়া, হিরু মিয়া,যায়দাল হক, মোন্নাফ মিয়া, শাহানুর, মোনোয়ারুল ইসলাম, সাজু মিয়া, জরিনা বেগম, মকবুল মিয়া, আব্দুল মালেক মিয়া ও আব্দুল মাজেদ মিয়া এবং অজ্ঞাতনামা আরো বেশ কয়েক জনের হামলায় আনিসুর রহমান, রিয়ন মিয়া, মুকুল মিয়া, ফিরোজা বেগম গুরুতর রক্তাত্ব জখম হয়। এবং আসামীদের সশস্ত্র হামলায় চার মাসের অন্তঃসত্ত্বা মনিরা আক্তারের পেটে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার গর্ভপাত ঘটে।
এসময় গুরুতর আহতদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে আসামীদের কবল থেকে উদ্ধার করে তাদেরকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। পরে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মুকুল মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন।
এব্যাপারে গত ১২জুলাই মোঃ আনিস মিয়া সরকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।এবিষয়ে জানতে চাইলে, ২ অক্টোবর সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নি:) মোঃ আবু সাঈদ মুঠোফোনে জানান মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। এবিষয়ে বাদী আনিস বলেন দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। বিষয়টি বরই রহস্য জনক। তিনি আরও বলেন সশস্ত্র ঐ সন্ত্রাসীদের হামলায় আমার পরিবারের ৪জন কে রক্তাত্ব জখম করা হয়েছে। একজনের গর্ভপাতের ঘটনাও ঘটেছে। হামলাকারীরা আঘাতকরে চার মাসের গর্ভের সন্তানকে মায়ের পেটের ভিতরেই হত্যা করেছে। আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেনো আর কোনো মায়ের তার গর্ভের সন্তানকে না হারাতে হয়। এজন্য আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে আসামীদের অনতিবিলম্বে আসামীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।