পিরোজপুরের নাজিরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামীলীগের দুইশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট ২০২৪ইং আওয়ামীলীগ সরকারের পতনের পর একাধিক হত্যা মামলার সূত্র ধরে ভিন্নভিন্ন ঘটনায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান আওয়ামী লীগ,যুবলীগসহ দুইশত নেতাকর্মীর নামের বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
শনিবার নাজিরপুর থানায় মামলা দুটি রুজ্জু করা হয়। মামলার দুটির উল্লেখযোগ্য আসামিরা হলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এম মোশারেফ হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন,মালিখালী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন দাড়িয়া,শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল,একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন সজল,উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা মো.শামিম খান প্রমুখ।
নাজিরপুর থানায় দায়ের হওয়া মামলায় একটির বাদী উপজেলা যুবদলের নেতা মো. এনামুল হক লিটন শেখ ,যার নং ৮ তারিখ ১৬ নভেম্বর ২০২৪ইং । ২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপির একটি দলীয় কর্মসূচিতে বোমা হামলাসহ মারধরের অভিযোগে ২২ জনকে নামীয় এবং ১৫ জনকে অজ্ঞাত করে ৩৭ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
অপর মামলার বাদী যুবদল নেতা রিয়াজ হোসেন শেখ। তার দায়ের করা মামলায় অভিযোগ, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে জেলা যুবদলের নতুন কমিটির নেতাকর্মীরা গাড়ি বহর দিয়ে ঢাকা থেকে পিরোজপুরে ফিরছিলেন নাজিরপুরে সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের বাসার সামনে এলে তাদের ওপর বোমা হামলা ও গুলি করা হয়। এ মামলায় ২৫ জনকে নামীয় এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।