জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট ও গণহত্যা জাদুঘরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট ও গণহত্যা জাদুঘরের মধ্যে গত ৮ নভেম্বর ২০২৩ তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন। গণহত্যা জাদুঘরের পক্ষে স্বাক্ষর করেন জাদুঘর ট্রাস্টি বোর্ডের সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের। এই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এবং গণহত্যা জাদুঘর ট্রাস্ট্রের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। প্রতিষ্ঠান দুটো যৌথভাবে মুক্তিযুদ্ধ, গণহত্যা গবেষণা, প্রশিক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং স্মৃতি সংরক্ষণে কাজ করবে।