কুষ্টিয়ায় করোনা আতঙ্কের মধ্যে চলছে শতাধিক শ্রমিক নিয়ে রেলের কাজ ।
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে শারীরিক দুরত্ব বা সামাজিক দুরত্ব বজায় না রেখেই চলছে শতাধিক শ্রমিক নিয়ে রেলের কাজ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের সমাগম হয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যহত থাকলেও নির্দেশনা মানছে না তারা। সরকারি নির্দেশনা অমান্য করে চলছে রেলের কাজ।
শনিবার (০২ মে ২০২০) সকালে কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেটের পূর্ব দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শারীরিক দুরত্ব বাসামাজিক দুরত্ব বজায় না রেখেই করোনা আতঙ্কের মধ্যে চলছে শতাধিক শ্রমিক নিয়ে রেলের কাজ। সেখানে বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে শতাধিক শ্রমিক।
জানা যায়, সেখানকার দায়িত্বরত এক জন কর্মকর্তা জানান, আমাদের এখানে গাইবান্ধা, সিরাজগঞ্জ ও পাবনা জেলা থেকে শ্রমিক এসেছে। বর্তমান এখানকার সাধারণ জনগণ খুবই আতঙ্কের মধ্যে দিন পার করছে বলে জানা যায়। উক্ত বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ কামনা করছে ভুক্তভোগী এলাকার সাধারণ জনগণ।