IFIC ব্যাংক বোর্ড বাজার শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মো: আলমগীর কবীর :
মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ ইং বিকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজারস্থ জালাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় IFIC আইএফআইসি ব্যাংকের উদ্যোগে গাছা থানাধীন ৭টি ওয়ার্ডের ছিন্নমূল অসহায় দরিদ্রদের মাঝে তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র শাখার কপিল উদ্দীন-ব্রাঞ্চ ম্যানেজার,শাহীনুর রহমান-কাস্টমার সার্ভিস ম্যানেজার,মাধব চন্দ্র রায়-মার্কেটিংঅফিসার-মো.জাহিদ হাসান,লোন প্রসেজিং অফিসার,তানভীর মাহমুদ,মার্কেটিং ও বিক্রয় সেবা বিভাগ,গালিব হোসাইন লোন অফিসার ও নিপা শারমিন টিম লিডার প্রমূখ। শীতবস্ত্র বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন,অত্র শাখায় কর্মরত শাহীনুর রহমান-কাস্টমার সার্ভিস ম্যানেজার ।
শীতবস্ত্র বিতরণ শেষে শাখা ব্যবস্থাপক কপিল উদ্দীন বলেন,আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে শুনে এসেছি নানামুখি উন্নয়নমূলক কর্মকান্ডের কথা। আমি এই ব্যাংকে যোগদানের পর থেকে কাস্টমার সার্ভিসের পাশাপাশি দারিদ্র্য বিমোচন কর্মসূচীসহ সরকারের নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে একাত্মতা প্রকাশে করে এই ব্যাংক।
প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে দরিদ্র,অসহায়দের পাশে দাঁড়াতে পেরে এই ব্যাংকে কর্মরত আমরা সবাই খুশি।