গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত
রনি আহমেদ:
গাজীপুরে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ২ জন ঢাকার একটি এয়ার ট্রিপ ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। নিহতদের কাছে থাকা আইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার গুনাইঘর গ্রামের বাছির হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ (২৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট,চরবাঙ্গালিয়া গ্রামের লাবু মিয়ার ছেলে অপূর্ব নিখিল (২৯)।
গাজীপুরের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার জানান, দুই আরোহী মোটরসাইকেলে করে গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি বাইমাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।