চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠলো কুমিল্লা
খবরের সময় ডেস্ক:
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। চট্টগ্রামের দেয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় বাগিয়ে নেয় কুমিল্লা।
এই জয়ের সুবাদে শুক্রবার অনুষ্ঠিতব্য ফাইনালে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে ইমরুল কায়েসের কুমিল্লা।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও সুসময় বেশিক্ষণ থাকেনি চট্টলার দলটির।
ম্যাচের চতুর্থ ওভারে দলীয় ৩১ রানে উইল জ্যাকসের বিদায়ের মধ্য দিয়ে ধ্বস নামে চট্টগ্রামের শিবিরে। এক মঈন আলির স্পিন ঘুর্ণিতেই স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই পাঁচ উইকেট হারায় আফিফ হোসেনের দল।
এরপর ধসে পড়া ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গে নেন আকবর আলিকে। দুইজনের অবিচ্ছেদ্য ৬১ রানের জুটিতে খেই ফিরে পায় চট্টগ্রাম।
কিন্তু দলীয় ১১১ রানে ২০ বলে ৩৩ রানের ইনিংস খেলে আবু হায়দার রনির শিকার হয়ে ফেরেন আকবর।
তবে উইকেট আগলে রেখে লড়াই চালিয়ে যেতে থাকেন মিরাজ। তার ৩৮ বলে ৩৪ রানের ইনিংসে ভর করে সবগুলো উইকেটের খরচায় ১৪৮ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।
কুমিল্লার হয়ে তিনটি করে উইকেট নেন মঈন আলি ও শহিদুল ইসলাম। একটি করে উইকেট যায় রনি, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামের ঝুলিতে ।