গাজীপুরে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে যুব ও ক্রীড়া মন্ত্রীর উদ্যেগে বিশেষ দোয়া ও খাবার বিতরণ
শেখ রাজীব হাসান,গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি’র উদ্যেগে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর নোয়াগাও এলাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসভবনে দোয়া মাহফিল ও গণভোজ শেষে টঙ্গী রেলওয়ে স্টেশনে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ্ মাষ্টারের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি।
খাবার বিতরণ শেষে মতিউর রহমান মতি বলেন, ১৯৪৭ সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভকারী শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেত্রী ছিলেন। নিজ কর্ম দক্ষতায় তিনি বার বার নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সু সংঘঠিত করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন আজ তা বাস্তবতায় রুপান্তরিত হচ্ছে। বাংলাদেশ আজ উন্নত দেশগুলোর মধ্যে অবস্থান করছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাছিনার জন্মদিন আমি তার দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ্ প্রিয় নেত্রীকে নেক হায়াত দান করুক। সকল স্বপ্ন পুরণ হোক, সবাই জননেত্রী শেখ হাসিনা যেন সুস্থ্য থাকে সে জন্য দোয়া করবেন।