সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:১৪ সময়
গাজীপুরের কালিগঞ্জে নৌকার পরাজয়ে কর্মী সমর্থকদের মারধর, অফিস ও বাড়িঘর ভাংচুর
খবরের সময় ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর কালিগঞ্জে নৌকা মার্কার পরাজয়ে কর্মী সমর্থকদের মারধর, অফিস ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
রোববার সরেজমিনে জানা যায়, কালিগঞ্জ মোক্তারপুর ইউনিয়নের মৈশারবাজার, রাথুরা, ডেমরা নতুন বাজার ও ধনপুর এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির পক্ষে কাজ করায়, সদ্য নির্বাচিত সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের নেতাকর্মীরা নৌকার অফিস ভাঙচুর ও নেতাকর্মী সমর্থকদের মারধর করে।
সহিংসতায় ধনপুর গ্রামের আহত জুয়েল মিয়া জানান, আমি নৌকার পক্ষে কাজ করায় ট্রাক মার্কার সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানের সমর্থক মোক্তারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোরণের লোকজন আমাকে বেধরক লাঠিপিটা করে জখম করে। এসময় তারা আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে এবং চলে যাওয়ার সময় আমার দোকান থেকে প্রায় আশি হাজার টাকা নিয়ে যায়।
এবিষয়ে সাবেক চেয়ারম্যান তোরণ সাংবাদিকদের বলেন, নৌকা মার্কার পক্ষে কাজ করা নেতাকর্মী বা সমর্থকদের মারধরের বিষয়ে কোন কিছু আমি জানিনা। তিনি আরো বলেন, আমাদের মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনের পর কোন সহিংসতার ঘটনা ঘটেনি, এরকম কোন ঘটনা কেউ ঘটালে আমরা তাদের আইনের হাতে তুলে দিবো।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন এই প্রতিবেদকে বলেন, নির্বাচনে পর মোক্তারপুর ইউনিয়ন এলাকায় সহিংসতার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, সেখানে আমরা স্থানীয় বাসিন্দাদের আমরা কথা বলেছি। তিনি আরো বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।